Jachaitai এ আপনাকে স্বাগতম। আমরা আপনার প্রয়োজনীয় পণ্য চায়না'র আলি এক্সপ্রেস, আলি বাবা ,১৬৮৮ ও ইউকে সাইট থেকে সর্বনিম্ন দামে ও সবচেয়ে কম সময়ে পন্য এনে দেয়ার কাজ করে আসছি। এই সময়ে আমরা দেখেছি আমাদের অনেক কাস্টমার আলি এক্সপ্রেস থেকে পন্য এনে আবার বিক্রয় করে থাকে। মূলত আলি এক্সপ্রেস হচ্ছে কনজুমারদের জন্য। এদের থেকে পন্য ক্রয় করে বিক্রয় করা লাভজনক নয়। তাই আমরা ডেভেলপ করেছি "Jachaitai" যে সাইটের মাধ্যমে আপনি ২০ কোটি এর অধিক পন্য থেকে আপনার চাহিদা অনুযায়ী পন্য কিনতে পারবেন ঘরে বসেই। আর আমাদের টিম আপনার ব্যাবসা প্রতিষ্ঠান পর্যন্ত পন্য পৌছে দেবে নিজ দায়িত্বে।
আমদের উদ্দেশ্য যারা ক্ষুদ্র ও মাঝারী শ্রেনির উদ্যোক্তা/ব্যাবসায়ী/ই-কমার্স ব্যবসা করছেন তাদের সাথে সাপ্লাইয়ারদের যোগসূত্র স্থাপনের মাধ্যমে ওয়ান স্টপ সার্ভিস দেয়া। আমাদের দেশে ক্ষুদ্র ও মাঝারী শ্রেনির ব্যাবসায়ীদের বড় সমস্যা হচ্ছে পন্য সোর্চিং করা।কিন্তু একজন স্টার্ট আপ বা উদ্যোক্তার পক্ষে বড় ইম্পোর্টাররা থেকে পণ্য সোর্চ করা কস্টসাধ্য ও অনেক পুজির দরকার।তাছাড়া ইম্পোর্টাররা সাধারণত পাইকারী বাজারে বড় পাইকারদের কাছে বিক্রি করে দেয়। এরপর তা বিভিন্ন হাত হয়ে আমাদের হাতে আসে। ২/৩ হাত বদলের সাথে পন্যের মুল্য এর ২/৩ গুন হয়ে যায় একজন ছোট ব্যাবসায়ী পর্যন্ত পৌছাতে। "Jachaitai" এর মাধ্যমে সাপ্লাইয়ার এবং আপনার মাঝে শুধু আমরা ছাড়া আর কোন পক্ষ না থাকায় পণ্যের মুল্য অনেক সাশ্রয়ী হবে। বাংলাদেশের যেকোন এলাকায় পন্য ট্রান্সপোর্ট এর মাধ্যমে আপনার হাতে পোছে দেয়া পর্যন্ত সকল কাজ আমরা করে থাকি ফলে আপনি ব্যাবসায় বেশি মনোনিবেশ করতে পারেন।
আপনারা জানেন, চায়নাতে সবচেয়ে কম দামে পন্য পাওয়া যায় আলিবাবা থেকে। কিন্তু আলিবাবা থেকে পন্যের মুল্য নির্ভর করে আপনি কি পরিমান ক্রয় করবেন তার উপর। আপনি ২০/৫০ পিস পন্য কিনে তাদের থেকে সর্বনিম্ন রেট কখনোই পাবেন না। মূলত আলিবাবা বড় ব্যাবসায়ীদের নিয়ে কাজ করে যারা কনটেইনার এ পন্য কেনার সক্ষমতা রাখে। তাছাড়াও আলিবাবা থেকে পন্য কিনতে প্রচুর সময় ব্যয় করতে হয় কারন আলিবাবা থেকে পন্য কেনার আগে প্রাইস নিয়ে দর কষাকষি করে কিনতে হয়। এতে করে যারা একটু কম অভিজ্ঞ তারা না বুঝে বেশি দামে কিনে পরে প্রতিযোগীতা মূলক বাজারে লাভবান হতে পারে না।
আমরা Jachaitai এর মাধ্যমে আমাদের দেশে যারা ক্ষুদ্র ও মাঝারী শ্রেনির উদ্যোক্তা/ব্যাবসায়ী/ই-কমার্স পরিচালনা করেন তাদের জন্য অন স্টপ সার্ভিস চালু করতে চাই। আমরা আমাদের সাইটের সাথে লিংক করেছি চায়নার লোকাল পাইকারি সাইট গুলি যারা মিনিমাম ৩ পিস ও তার মূল্য ১৫০০ টাকা হলেই পণ্য বিক্রি করে থাকে। আমাদের সাইটের মাধ্যমে আপনি ছবি/কিংবা পন্যের নাম দিয়ে সার্চ করে কাঙ্ক্ষিত পণ্য কিনতে পারবেন নির্ধারিত মুল্যে কোন প্রকার ঝামেলা ছাড়াই। আপনার অর্ডারকৃত পন্যের অর্ধেক মুল্য পরিশোধ করে অর্ডার করতে পারবেন বাকি টাকা পন্য আসার পর ক্যাশ অন ডেলিভেরি নিতে পারবেন। এতে করে আপনার পুঁজির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হবে।