টিউটোরিয়াল দেখতে ক্লিক করুন
✅ আপনি যে পন্য কিনতে চান তার ছবি গুগল/আলিএক্সপ্রেস/দারাজ বা যেকোন সাইট থেকে কালেক্ট করে মোবাইল/কম্পিউটারে সেভ রাখুন।
✅ এবার আমাদের সাইট https://www.jachaitai.com/ সাইট এ যান।
✅ সার্চ বারে ক্যামেরার আইকনে ক্লিক করে আপনার পছন্দের ছবিটি সিলেক্ট করে এন্টার বাটন চাপুন।
✅ অথবা আপনি যে পন্য কিনতে চান তার নাম/মডেল সার্চ বারে লিখে এন্টার দিন অথবা সার্চ চিহ্নে ক্লিক করুন
✅ দেখবেন আপনার দেয়া ছবি/লেখার সাথে ম্যাচ করে বিভিন্ন দামের অনেক পন্য দেখা যাচ্ছে।
✅ আপনার বাজেট এর সাথে ম্যাচ করে এমন পন্যের উপর ক্লিক করুন এবং পন্যের ডিটেইলস ও সেলার রেটিং দেখুন।
✅ যদি পন্যটি আপনার পছন্দ হয় তাহলে ADD TO CART ক্লিক করুন (মনে রাখবেন ন্যুনতম ৩ পিসের নিচে অর্ডার করলে ADD TO CART বাটন কাজ করবে না। তাই মিনিমাম ৩ পিস/সেট অর্ডার করতে হবে।
✅ ADD TO CART করার পর আপনি পন্যের মুল্য ও চায়না থেকে বাংলাদেশের শিপিং ও কাষ্টমস চার্জ আলাদাভাবে দেখতে পারবেন।
✅ চায়না থেকে বাংলাদেশের শিপিং ও কাষ্টমস চার্জ এটা সাইটে উল্লেখিত ওজন এর উপর হিসাব হয়। তবে পন্য আসার পর প্রকৃত ওজন হিসেবে শিপিং চার্জ পুনঃনির্ধারিত হবে।
✅ আপনি পন্যটির অর্ডার কনফার্ম করতে চাইলে এবার CHECK OUT বাটন প্রেস করে পেমেন্ট অপশনে যান।
✅ লক্ষ্য করুন আপনার টোটাল মুল্যের ৮০% টাকা পেমেন্ট অপশনে দেখাচ্ছে। এই ৮০% পেমেন্ট করেই আপনি অর্ডার করতে পারবেন। বাকি টাকা পন্য আসার পর ডেলিভেরীর সময় পেমেন্ট করবেন।
✅ আপনি পেমেন্ট অপশন থেকে যেকোন লোকাল কার্ড/বিকাশ/রকেটের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন
✅ পেমেন্ট কমপ্লিট হলে সাথে সাথে আপনার মেইল এ কনফার্মেশন সহ চালান পাবেন।
✅ যদি আপনি অনলাইনে পেমেন্ট এ অভ্যস্ত না থাকেন তাহলে আমাদের প্রতিনিধির হেল্প নিন। আপনার পছন্দের পন্যের লিঙ্ক আমাদের ইনবক্স করুন। আমাদের প্রতিনিধি আপনাকে সম্পূর্ণ ভাবে সহযোগীতা করবেন।
❌❌ সকল প্রকার লেনদেন ব্যাংক, ডেবিট/ক্রেডিট কার্ড, বিকাশ/রকেট মার্চেন্ট নাম্বারে করুন। ক্যাশ ট্রানজেকশান এর ব্যাপারে নিরুৎসাহিত করা হচ্ছে ❌❌